চন্দানাইশ প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৩:৪২:০২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে রবি মৌসুমকে ঘিরে বসতবাড়িতে ও মাঠ পর্যায়ে শীতকালীন সবজি উৎপাদন বাড়ানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণের এই কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমদ আরিফ, উপজেলা মৎস্য অফিসার তানবীর আহসান, উপসহকারী কৃষি অফিসার মানেষ দে, দিবাকর দাশ সহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন জানান, “উক্ত প্রণোদনার আওতায় উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ৩৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য (প্রতিজন লাউ/বেগুন/ মিষ্টি কুমড়া/ শসা যে কোনো একটি) বীজ পাবেন। পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।”











