চট্টগ্রাম

চন্দনাইশে ভাগনিকে হত্যার পর খালা-খালুকে জবাই করে হত্যা চেষ্টা ভাগিনার

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ৩:১২:০৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ভাগনিকে হত্যার পর খালা-খালুকে জবাই করে হত্যা চেষ্টা ভাগিনার

চট্টগ্রামের চন্দনাইশে ভাগনিকে (আপন খালাতো বোনের মেয়ে) হত্যার পর খালা-খালুকে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে নাজিম উদ্দীন (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার সময় চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। আহত ২ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চন্দনাইশ পৌরসভার মহিলা কাউন্সিলর হাছনারা বেগম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নয়াহাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়া এলাকার কৃষক আনোয়ার হোসেনের মেয়ে পটিয়া কলেজের শিক্ষার্থী আরজু আকতার (২০)। ওইদিন সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ উপর পাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে নাজিমও খালার বাড়িতে বেড়াতে আসলে আরজুকে দেখে। আরজু নানার বাড়িতে থাকার বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার গভীর রাতে নাজিম খালার বাড়িতে আসলে ঘরের দরজা খুলে আরজু। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে আরজু বাথরুমে গেলে সুযোগ বুঝে নাজিমও বাথরুমে ডুকে আরজুকে আটক করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে আরজুর মুখের ভিতর কাপড় ডুকিয়ে ওড়না দিয়ে পেছিয়ে তাকে হত্যা করে বলে পরিবার ও স্থানীয়দের ধারণা।

আরজুর চিৎকার শুনে তার নানা-নানির ঘুম ভেঙে গেলে তারা বিষয়টি জানলে নাজিম তার খালা-খালুকেও জবাই করে হত্যা করার চেষ্টা করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নাজিম পালিয়ে যায়। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আবদুল হাকিম (৭৫) ও ফরিদা বেগম (৬০) কে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদা বেগমের অবস্থা আংকাজনক বলে জানা গেছে। আরজুর লাশ উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনার সতত্য নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, “আহত দুই জন এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের প্রচেষ্টা চলমান রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content