চন্দানাইশ প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৫:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ভাগিন্না ছড়া খাল পুনঃ খনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাগিন্না ছড়া খালের দুই কিলোমিটার পুনঃ খনন কাজ উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, বিএডিসি দোহাজারী জোন উপ সহকারী প্রকৌশলী আজমানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি দোহাজারী জোন সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, খালটি স্থানীয় কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা হিসেবে পরিচিত। এটি দীর্ঘ দিন ধরে পলি পড়ে ভরাট হয়ে গেছে। খালটি পুনরায় খনন করে দিলে আড়াইশ থেকে তিনশ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে পাঁচ শতাধিক কৃষক লাভবান হতে পারবে।
তিনি আরো বলেন, এই খাল খননের ফলে এক দিকে যেমন জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে দীর্ঘদিন ধরে পতিত জলাবদ্ধ জমিগুলো নতুন করে চাষের আওতায় নিয়ে আসা সম্ভব হবে, অপর দিকে শুকনো মৌসুমে খালের জমাটবদ্ধ পানি সেচ কাজে ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করা সম্ভব হবে।

















