প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২৮:১৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর রেলষ্টেশন সংলগ্ন গার্ড রুমের সামনে থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদ রায়হান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রায়হান কক্সবাজার জেলার পেকুয়া থানার টইটং এলাকার মোঃ ইদ্রিস মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই আবু বক্কর তাঁর ভাইয়ের লাশ সনাক্ত করে বলেন, “গত ১৫ দিন ধরে রায়হান ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। সে এ্যাজমা রোগী হওয়ার কারনে নিয়মিত ইনহেলার ব্যবহার করতো। ধারনা করছি সে শ্বাসকষ্ট জনিত কারনে মারা গেছে।”
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম রেলওয়ে থানার পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “কাঞ্চনাবাদ রেলস্টেশনের গার্ডরুমের সামনে থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশ লাশটি চন্দনাইশ থানা পুলিশকে হস্তান্তর করেছে।”
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের বাবা ও বড় ভাই জানিয়েছেন রায়হান এ্যাজমা রোগী ছিলো। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। এবিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”