প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৩:২৮:৪১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশা ও হাইচের সংঘর্ষে আব্দুস সালাম (৪২) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন।
নিহত আব্দুস সালাম দোহাজারী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের জামিজুরী ঘোড়াপাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুলারতালুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাট অভিমুখী যাত্রীবাহী একটি হাইচের পিছন দিকে সিএনজি চালিত অনটেস্ট অটোরিকশা ধাক্কা দিলে পিছনে থাকা দুই যাত্রী গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুস সালামকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা ডা. আব্দুর রহমান জানান, গত দেড়মাস আগে আব্দুস সালাম সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। আগামী সপ্তাহে তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো। শনিবার বিকালে তার দূরসম্পর্কের নানা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বীর বিক্রমের জানাযার নামাজ পড়তে বদুরপাড়া রাস্তার মাথা গিয়েছিলেন আব্দুস সালাম। জানাযা নামাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় সে নিহত হয়। রবিবার সকাল ৯টায় গালিমের জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মহিউদ্দীন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।