দেশজুড়ে

চন্দনাইশে ১ ও বান্দরবানে ৩ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ১০:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে ১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বান্দরবানের থানচিতে ২ এবং লামায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে।

এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ৪০ গেছে জন।বান্দরবানের লামার মীরা কোলায় ১ জন এবং থানছির বড়মদকে ১ ও থানছিতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও খবর

Sponsered content