চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৯:৪৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ উপজেলায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের পাওয়ার স্টেশনের ভেতর থেকে আজগর (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 

নিহত আজগর চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিজ্জির দোকান এলাকার নবী আলম ওরফে লেদুর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে স্থানীয় কয়েকজন যুবক পাওয়ার স্টেশনের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কলেজের এক কর্মচারী এসে পাওয়ার স্টেশনের দরজা খুলে ভেতরে ঢুকে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ভোরের দর্পণকে বলেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের সহায়তায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে লাশ পাঠানো হয়।

লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করার প্লাসসহ সরঞ্জাম পাওয়া গেছে। মৃতদেহের প্যান্টের পকেট থেকে প্রাপ্ত মোবাইল ফোনের সিমের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় কয়েকটি চুরির মামলা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিন আগে পাওয়ার স্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ওই ব্যক্তি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content