প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ২:৪৬:৩২ প্রিন্ট সংস্করণ
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ রবিবার (২৬ এপ্রিল) ভোরে নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৬ বছর। তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার ভোরে সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে ড. জাহাঙ্গীর আলমকে মুরাদপুরের বাসা থেকে সিএসসিআর হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আজ জোহরের নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীস্থ উত্তর মাদার্শা নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।