প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৬:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দ্রæত ও সহজে রোগি শনাক্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জেলায় একটি আরটি-পিসিআর ল্যাব স্থাপনের আবেদন জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা যুবলীগ এই কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে বক্তব্য দেন, জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটন ও সেক্রেটারী আমানুল্লাহ বাবু। তারা দ্রæত ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃষ্টি আকর্ষণ করেন ও তার প্রতি আকুল আবেদন জানান। কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলা সভাপতি আসাফউদ্দৌলা,সহসভাপতি শাহনেওয়াজ দুলাল, সেক্রেটারি লেনিন প্রামানিক, সাবেক পৌর সেক্রেটারি মির্জা মনিরুল ইসলাম, আব্দুর রশিদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।