রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে করোনা পরীক্ষা ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৬:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দ্রæত ও সহজে রোগি শনাক্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জেলায় একটি আরটি-পিসিআর ল্যাব স্থাপনের আবেদন জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা যুবলীগ এই কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে বক্তব্য দেন, জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটন ও সেক্রেটারী আমানুল্লাহ বাবু। তারা দ্রæত ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃষ্টি আকর্ষণ করেন ও তার প্রতি আকুল আবেদন জানান। কর্মসূচিতে অংশ নেন সদর উপজেলা সভাপতি আসাফউদ্দৌলা,সহসভাপতি শাহনেওয়াজ দুলাল, সেক্রেটারি লেনিন প্রামানিক, সাবেক পৌর সেক্রেটারি মির্জা মনিরুল ইসলাম, আব্দুর রশিদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content