প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৯:০৫:১৪ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের সরকারী কলেজের সামনে কৃষি ডিপ্লোমাধারীরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে প্যানেলে নিয়োগের চূড়ান্ত ফলাফলে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের ক্ষেত্রে বৈষম্যর শিকার ও পদবি ত সকলের নিয়োগ দাবি করা হয়। এছাড়া এসব নিয়োগের ক্ষেত্রে আদালতের আদেশ ও জেলা কোটা বাস্তবায়নের এবং অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিও তোলা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কামরুজ্জামান, শাখাওয়াত হোসেন, আব্দুল ওহাব, তোহিদুল ইসলাম প্রমুখ।