ময়মনসিংহ

চাকরি স্থায়ীকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৬:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

চাকরি স্থায়ীকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত অস্থায়ী পিচ রেইট মিটার পাঠকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিচ রেইট কর্মচারী ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল জোনের দেড় শতাধিক মিটার পাঠক অংশ নেন। এসময় বক্তারা দ্রæত তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। সকাল ১১টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, ময়মনসিংহ জোনের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মিঠুন, শেরপুর জেলা শাখার সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক এরশাদ আলী প্রমুখ। পরে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলামের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content