দেশজুড়ে

চাটখিলে পৌর বিএনপি’র আহবায়ক কমিটি থেকে এক যুগ্ম আহবায়ক কে অব্যাহতি

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৯:২৫ প্রিন্ট সংস্করণ

চাটখিলে পৌর বিএনপি’র আহবায়ক কমিটি থেকেএক যুগ্ম আহবায়ক কে অব্যাহতি

কমিটি গঠনের ২ দিন পর নোয়াখালীর চাটখিলে নবগঠিত পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বি কে হানিফ কে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে চাটখিল পৌর বিএনপি’র আহবায়ক কমিটি এবং সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নোয়াখালী জেলা বিএনপি সুত্রে জানা যায়।

বুধবার বিকেলে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা এডভোকেট রবিউল হাসান পলাশের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাটখিল পৌর বিএনপি’র নবগঠিত যুগ্ম আহবায়ক বিকে হানিফ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই তাকে পৌরসভার বিএনপি’র যুগ্ম আহবায়ক পদ, দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ হতে অব্যবহিত প্রদান করা হয়েছে।

এই বিষয়ে পৌর বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে সত্যতা স্বীকার করেন।

আরও খবর

Sponsered content