দেশজুড়ে

চাটমোহরে ঐতিহ্যবাহী লাঠি খেলা

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৯:১৮ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

 

করোনাকালীন সময়ে স্থানীয়দের বিনোদন দিতে পাবনার চাটমোহর পৌর শহরের কালিসাগড় পাড়ে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। চাটমোহর কুলি শ্রমিক সর্দার হাসিনুর রহমানের উদ্যোগে শের আলী বাইক সেন্টারের সহযোগিতায় এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
লাঠি খেলায় উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের ৪০ জন দক্ষ লাঠিয়াল ঢোল-কর্তালের তালে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে শারীরিক কসরৎ উপস্থাপন করেন। অসংখ্য দর্শক মনমুগ্ধ হয়ে তা উপভোগ করেন। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর ই হাসান খান ময়না, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, মাছরাঙ্গা টেলিভিশনের ক্রীড়া প্রতিবেদক আবু সাদাত।

আরও খবর

Sponsered content