প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৫:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে করোনা ভাইরাস মোকাবিলায় অঘোষিত লক ডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার গতকাল শুক্রবার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি মথুরাপুর, হরিপুর, ফৈলজানা ও গুনাইগাছা ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এদিকে, ভ্যানচালক, সেলুন কর্মচারী, স মিলস শ্রমিক ও ইটভাটা শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। বেসরকারি উন্নয়ন সংগঠন পিসিডির নির্বাহী পরিচালক চাটমোহর, ভাঙ্গুড়া ও আটঘরিয়া উপজেলার হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। এছাড়া বিভিন্ন সংগঠণ ত্রাণসামগ্রী বিতরণ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, সরকারি বরাদ্দ থেকে এ পর্যন্ত ২ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। তারাও খাদ্য ও অর্থসহায়তা দিচ্ছেন।