প্রতিনিধি ২ মে ২০২০ , ৫:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) তাদের কর্ম এলাকার ২ হাজার ৫শ’ পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা ছাড়াও অতি দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে। পিসিডির কর্ম এলাকা পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া,ফরিদপুর,সাঁথিয়া, বেড়া,আটঘরিয়া,পাবনা সদর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অসহায় দারিদ্র মানুষের মধ্যে উপজেলার নির্বাহী কর্মকর্তা,থানার প্রশাসনিক কর্মকর্তা,স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় প্যাকেজ আকারে এসকল পণ্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে অসহায় দরিদ্রদের সহযোগিতা চলমান থাকবে বলে পিসিডির নির্বাহী পরিচালক মো. শফিকুল আলম জানান।