রাজশাহী

চাটমোহরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  প্রতিনিধি ২৩ জুন ২০২২ , ৬:৩২:০৮ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা পিসিডির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও কিশোর-কিশোরীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকালে পিসিডির চাটমোহর কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ, পিসিডির পরিচালক রবিউল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, পিসিডির এরিয়া ম্যানেজার মো. হাসেম আলী, শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান, পিও আ. গণি প্রমুখ। শেষে ৩০০ কিশোর-কিশোরীর মাঝে বিনামূল্যে একটি আম ও একটি মেহগনি গাছের মোট ৬০০ চারা বিতরণ করা হয়।

 

 

আরও খবর

Sponsered content