প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ
সোমবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আ. হামিদ মাস্টারের সভাপতিত্বে ও ছাইকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হান্নান মাহমুদ, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব মিয়া প্রমুখ।