রাজশাহী

চাটমোহরে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:৩৮:১৯ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরামের উদ্যোগে পাবনার চাটমোহরে ২য় দিনের মতো গতকাল শনিবার দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার পাশর্^ডাঙ্গা, ফৈলজানা ও হান্ডিয়াল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ঢাকাস্থ চাটমোহর উন্নয়ন ফোরামের সভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি র‌্যাব-৪ এর পরিচালক মোজাম্মেলক হক, সাধারণ সম্পাদক ডা. কাজী রকিবুল ইসলাম, সহ-সভাপতি রেলওয়ে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আ. রহিম, সদস্য ইঞ্জিনিয়ার ওসমান গণি, রবিউল করিম, মেজর শহীদুল্লাহ, পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী সরকার, অধ্যক্ষ এম এ মতিন, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দুইদিনে চাটমোহর উন্নয়ন ফোরাম উপজেলার ৩ হাজার ৬জনকে কম্বল প্রদান ও সাড়ে ৩ হাজার মাস্ক বিতরণ করেছে। অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, আমরা যে কম্বল বিতরণ করলাম এটা অনুদান নয়, ভালবাসার বহিঃপ্রকাশ। চাটমোহরের সন্তান হিসেবে দায়িত্ব পালন।