প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:২১:০৪ প্রিন্ট সংস্করণ
রাজশাহী জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুল জলিলের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফকরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা নিয়তি রানী কৈরী, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবেরর সাধারণ নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।