দেশজুড়ে

চার হাত-পা কুপিয়ে মৃত ভেবে জঙ্গলে ফেল গেল যুবককে

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৮:৩৪:৩৫ প্রিন্ট সংস্করণ

চার হাত-পা কুপিয়ে মৃত ভেবে জঙ্গলে ফেল গেল যুবককে

সুনামগঞ্জের তাহিরপুরে রাতের আঁধারে জহিরুল ইসলাম নামে এক যুবককে চার হাত-পা কুপিয়ে মৃত ভেবে হাওড়ের গহীন জঙ্গলে ফেল গেল দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১টায় আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

জহিরুল ইসলাম (২২) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের হাওড় তীরবর্তী মন্দিয়াতা গ্রামের জালাল মিয়ার ছেলে।

আহত যুবকের পারিবারিক সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টায় মাছ ধরতে গ্রামের পাশে থাকা অ্যারালিকোনা জলমহালের পাশে জাল ফেলতে যান। বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত রামদা দিয়ে চার হাত-পা কুপিয়ে তাকে মৃত ভেবে হাওড়ের পাশে গহীন জঙ্গলে ফেলে রেখে যায়। গ্রামের এক নারী দেখে খবর দিলে স্বজনরা এসে তাকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে রাত ১টায় ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত যুবকের পিতা জালাল উদ্দিন জানান, আমার ছেলের এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে জানানো যাবে কে বা কারা কেন তাকে কুপিয়েছে।

তিনি বলেন, আমার ধারণা সদ্যসমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের জের ধরে গ্রামে থাকা প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন জানান, এ ধরনের একটি ঘটনা রাতে জানতে পেরেছি।

আরও খবর

Sponsered content