রংপুর

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৪ , ৪:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলা নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে উপজেলার সাপমারা ইউপির সিন্টাজুরি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, রোববার রাতে রামপুরা গ্রামের চালক দুলাকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সোমবার সকালে পথচারীরা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। 

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুর আলম শাহ জানান, হত্যাকারীরা তাকে ছুরি মেরে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়েছে।

আরও খবর

Sponsered content