প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৪:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : আশ্রয়নের অধিকার, শেখ হাসিনা উপহার’ এই ¯েøাগানে মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে এর উদ্বোধন করা হয়। ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের জন্য এ গৃহ নির্মাণ কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, নশরতপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম নুরু প্রমুখ।