রংপুর

চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির ইউনিয়ন সভাপতি গ্রেফতার

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২১ , ৭:৪২:১০ প্রিন্ট সংস্করণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির চিলমারী ইউনিয়ন সভাপতিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯ (১) /৩০ ধারায় গ্রেফতার করেছে পুলিশ। যার এফ আই আর নাম্বার- ১৩। শুক্রবার লালমনিহাট সদর থানা পুলিশের সহযোগিতায় রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে শনিবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, গত ২৫ জুলাইয়ে নৌকায় তুলে এক স্বামী পরিত্যক্ত মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বাদী মামলা রুজু করলে দীর্ঘ দিন এজাহারভুক্ত আসামি পলাতক থাকার পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে। তিনি চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।

আরও খবর

Sponsered content