প্রতিনিধি ২৯ মে ২০২৪ , ৬:০০:৪৭ প্রিন্ট সংস্করণ
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য সাবেক এক সংসদ সদস্যকে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করতে দেখা গেছে। ওই সাবেক সংসদ সদস্যকে চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট হয়ে নির্বাচনি এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৯ মে) নির্বাচনের দিন খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের স্ত্রী চেয়ারম্যান প্রার্থী সাহিদা বেগমের (ঘোড়া) মেয়ে খাদিজা বিনতে রোশনের (দোয়াত কলম) প্রধান নির্বাচনি এজেন্ট হয়েছেন দেবিদ্বারের দুবারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এই নিয়ে উপজেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদকে হারানোর জন্য তিনি নিজেই ওই প্রার্থীর প্রধান এজেন্ট হয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদ মামুন (আনারস) বলেন, ‘সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দোয়াত কলম প্রতীকের প্রধান এজেন্ট হয়ে উপজেলায় ঘুরে বেড়াচ্ছেন। আমাকে ফেল করানোর জন্য তিনি প্রকাশ্যে কাজ করছেন। আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযোগের বিষয়ে জানতে রাজী মোহাম্মদ ফখরুলকে একাধিকবার ফোন ও খুদেবার্তা পাঠিয়েও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘একজন ভোটার হিসেবে যে কেউ তার পছন্দের প্রার্থীর নির্বাচনি এজেন্ট হতে পারেন। তা ছাড়া তিনি তো বর্তমান এমপি না।’