খেলাধুলা

চোটে ছিটকে গেলেন সাইফার্ট, দলে ফিরলেন মিচেল হে

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ১২:১৯:১০ প্রিন্ট সংস্করণ

চোটে ছিটকে গেলেন সাইফার্ট, দলে ফিরলেন মিচেল হে

নিউজিল্যান্ড ক্রিকেট দলের দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটে পড়ার পর এবার ছিটকে গেলেন কিপার-ব্যাটসম্যান টিম সাইফার্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাকে পাচ্ছে না কিউইরা। তার পরিবর্তে দলে ফিরেছেন আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান মিচেল হে, যিনি গত মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করেছিলেন।

গত সোমবার (৩ নভেম্বর) ঘরোয়া একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফির ম্যাচে নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে আঙুলে চোট পান সাইফার্ট। মাত্র ১ রান করে মাঠ ছাড়েন তিনি। পরে এক্স-রে রিপোর্টে দেখা যায়, তার তর্জনীতে চিড় ধরা পড়েছে। ৭৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ৩০ বছর বয়সী এই ব্যাটার নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ সদস্য, তাই তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা। দলের কোচ রব ওয়াল্টার বলেন, “সাইফার্টের চোটে আমরা সবাই হতাশ। টপ অর্ডারে তার আগ্রাসী উপস্থিতি এবং উইকেটকিপারের ভূমিকা—দুটোই আমাদের টি-টোয়েন্টি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সামনের পাঁচ ম্যাচে তার অভাব অনুভব করব।”  তিনি আরও যোগ করেন, “সাম্প্রতিক সিরিজগুলোতে সাইফার্ট দুর্দান্ত ফর্মে ছিল, যেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা সময় পার করছিল। এই সময়ে চোট পাওয়া খুবই দুর্ভাগ্যজনক, বিশেষ করে আমরা যখন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। আশা করি সে দ্রুত সেরে উঠবে এবং যত তাড়াতাড়ি সম্ভব দলে ফিরবে।”

সাইফার্ট ছাড়াও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নামতে পারছেন না লকি ফার্গুসন, উইল ও’রোরকে, অ্যাডাম মিল্ন, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্স। এছাড়া পেসার ম্যাট হেনরিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে দলে সুযোগ পাওয়া মিচেল হে যদিও তুলনামূলকভাবে নতুন, তবে আন্তর্জাতিক অঙ্গনে একদম অপরিচিত নন। তিনি এর আগে নিউজিল্যান্ডের হয়ে ৭টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার।

আরও খবর

Sponsered content