দেশজুড়ে

চৌগাছায় করোনায় আক্রান্ত ২

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৭:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় এক নারী (৩৭) ও এক কিশোরের (১৩) করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে। বুধবার (২২এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।এদের মধ্যে কিশোরটির বাড়ি শহরের ৭নং ওয়ার্ডের মডেল স্কুল পাড়ায়। তার মা শহরের একটি প্রাইভেট হাসপাতালের কর্মী।নারীটির বাড়ি শহরের ২নং ওয়ার্ডের থানা পাড়ায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১এপ্রিল) চৌগাছার চার রোগীর নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে।সেখান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় নমুনা। ওই দুজনের নমুনা পজেটিভ আসে। বর্তমানে ওই দুজনই তাদের নিজেদের বাড়িতে চিকিৎসাধীন।

 

আরও খবর

Sponsered content