চট্টগ্রাম

চৌদ্দ বছর পর শিশুর খুনি গ্রেফতার

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৬:১২:০৮ প্রিন্ট সংস্করণ

চৌদ্দ বছর পর শিশুর খুনি গ্রেফতার

ওয়াসমি নামে চার বছরের এক শিশুকে গলা টিপে হত্যার পর লাশ গুম করে ১৪ বছর দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ইকবাল হোসেন বিল্পবের (৪৯)। অবশেষে ধরা পড়লো র‌্যাবের জালে। রবিবার (২১ এপ্রিল) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়, শনিবার চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ইকবাল হোসেন বিল্পব ওরফে কাজী ইকবাল হোসেন চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মধ্যম মলাধিঘী এলাকার ফজলুল কবির ওরফে হরমুজ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে আরো জানা যায়, গত নভম্বের ২০১০ সালে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মধ্যম মলাদিঘী এলাকায় র্পূবপরকিল্পনা মোতাবেক ইকবাল হোসেন বিল্পব এবং তার অন্যান্য সহযোগীরা ভিকিটমি চার বছরের শিশু ওয়াসমিকে গলা টিপে হত্যার পর লাশ গুম করে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম জেলার মীরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই থেখে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলো খুনি ইকবাল।

আরও খবর

Sponsered content