রাজশাহী

চৌহালীতে বিএনপির কেন্দ্রীয় নেতাকে অবাঞ্চিত ঘোষণা

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৫:৫৭:২১ প্রিন্ট সংস্করণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের একটি বাসভবনে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহŸায়ক মাহফুজা খাতুন ও সদস্য সচিব জাহিদ মোল্লা এ ঘোষণা দেন। এ সময় তারা সংবাদিকদের জানায়, সম্প্রতি জেলা বিএনপির পক্ষ থেকে চৌহালী উপজেলা বিএনপির নতুন আহŸায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে চৌহালী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুনকে আহŸায়ক ও জাহিদ মোল্লাকে সদস্য সচিব মনোনীত করা হয়। এ নিয়ে বিগত সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক পাওয়া কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের অনুসারী বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মন্ডল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে নিয়ে মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এ অভিযোগে ইতোমধ্যে রিয়াজুল মন্ডলকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই অভিযোগে ইন্দনদাতা হিসেবে আলিমকে চৌহালীতে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এছাড়া জেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। এসময় চৌহালী উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক ও ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান (মিজান চেয়ারম্যান) ও যুগ্ম আহŸায়ক শামীম মাহমুদ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content