প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর হাসপাতাল রোডের পোষ্ট অফিস মোড় এলাকায় একটি মুদি দোকানে খাঁচায় বন্দি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’র সভাপতি মামুন বিশ্বাস স্থানীয়দের সহায়তায় পাখিটি উদ্ধার করেন। এলাকাবাসি জানান, গত ২ মাস আগে এনায়েতপুর গ্রামের আইয়ুব আলী নিজ বাড়িতে ফাঁদ দিয়ে টিয়া পাখিটি আটক করে। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসাতাল রোডের পোষ্ট অফিস মোড়স্থ তার মুদি দোকানে খাঁচায় পুষে রাখে। স্থানীয়রা পাখিটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমায়।
শনিবার সকালের দিকে খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’র সভাপতি মামুন বিশ্বাস তার সহযোগিদের নিয়ে পাখিটি বন্দি দশা থেকে উদ্ধার করেন। এসময় এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা ও সহসভাপতি মুক্তার হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ‘দি বার্ড সেফটি হাউজ’র সভাপতি মামুন বিশ্বাস জানান জানান, উদ্ধার করা টিয়া পাখিটি হস্তান্তরের জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া আমার কাছে থাকা আরেকটি উদ্ধারকৃত ময়না পাখি ও আজকে উদ্ধার করা টিয়া পাখিকে দ্রুত উপযুক্ত নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।