নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে ঢাবি ছাত্রলীগ নেতা নাবিল হায়দারের জানাযা শেষে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।
৮ এপ্রিল শনিবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাবিল হায়দারের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক
নাবিল হায়দার কে বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে জানাযায়।
নাবিল বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি,বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এর ছোট ছেলে এবং কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা।
নাবিল হায়দারের জানাযায় অংশ গ্রহণ করে শোক প্রকাশ করেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, ভোলা জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা,বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, তজুৃমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলের সভাপতি তানভীর সিকদার,সাধারণ সম্পাদক মেশকাত প্রমূখ সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সহ জেলা উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ।
তার মৃত্যুতে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নিজস্ব ফেসবুক ওয়ালে
শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।