প্রতিনিধি ২ মে ২০২০ , ৪:৫০:০২ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কেটেছেন ও ত্রাণ বিতরণ করেছেন করোনার কারণে কর্মহীনদের মাঝে। শনিবার সকালে কামারিয়া ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন হুইপ আতিক। পরে তিনি পৌরশহরের নবীনগর এলাকায় এক কৃষকের জমির ধান কেটে দেন।
শনিবার সকালে জেলা সদরের কামারিয়া ইউনিয়নে স্থানীয় আজাদ ক্লাব আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ত্রাণ বিতরণ করেন হুইপ আতিউর রহমান আতিক। ত্রাণের মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি লব ও একটি করে সাবান।
ত্রাণ বিতরণ শেষে হুইপ আতিউর রহমান আতিক ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের নবীনগর এলাকার কৃষক নিজাম উদ্দিনের ৬ কাঠা জমির ধান কেটে দেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন।