বিনোদন

ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাকিব খান

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৩:৫৬ প্রিন্ট সংস্করণ

শাকিব খান ও আব্রাহাম খান জয়। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ভোরের দর্পণ অনলাইন:

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। আজ তার জন্মদিন। ছেলের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে বাবা শাকিব খান লিখেছেন-

‘আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার “জয়” বাবা। ইনশাআল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে। যেমনটা এখনো আছে।’

সবশেষে তিনি লিখেছেন- ‘এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।’