রাজশাহী

ছোট যমুনা নদী এখন মরা খাল

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২৪:১৬ প্রিন্ট সংস্করণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর বদলগাছীতে মরা খালে পরিণত হয়ে পড়েছে ছোট যমুনা নদী। যৌবন হারিয়ে নদীর বুকজুড়ে বোরো ধান চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বদলগাছী উপজেলার কোল ঘেঁষে ছোট যমুনা নদী প্রবাহিত হয়েছে। মূলত বর্ষা মৌসুমে এক দুই মাস নদীতে জোয়ার থাকে।

বিগত কয়েক বছর থেকে বদলগাছীর ছোট যমুনা নদী তার আপন সত্ত্বা হারিয়ে আগাম শুকিয়ে যাওয়ায় নদীর বুকে সাফল্যজনকভাবে চলতি মৌসুমে বোরো ধান চাষ করছে স্থানীয় ভূমিহীন কৃষকরা। অথচ এই নদীই ছিল এক সময় এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার অন্যতম নদী পথ। ভরা জোয়ারে পরিপূর্ণ নদীতে এক সময় চলত পাল তোলা নৌকা। দূর থেকে ভেসে আসত মাঝি মাল্লার গান।

গ্রামের ছোট ছেলে মেয়েদের নদী জলে সাঁতার কাটা দৃশ্য। বদলগাছীর উপর দিয়ে প্রবাহিত সেই খরস্রোতা ছোট যমুনা নদী শুধু বর্ষাকালে কয়েক দিনের জন্য ফুটে ওঠে নদীর চিত্র।

এখন নদীর তলায় চাষাবাদ হচ্ছে ধান, শরিষা, মিষ্টি আলুসহ অনেক ফসল। বদলগাছীর ডাঙ্গী সারা গ্রামের তাছির উদ্দীন (৮৫) বলেন, এক সময় হয়তো নদীর প্রাণ হারিয়ে যাবে।

তেজাপাড়া গ্রামের ভূমিহীন কৃষক আরশাফ আলী বলেন, আমাদের তেমন জমাজমি নেই। তাই বোরো মৌসুমে নদী শুকিয়ে গেলে চাষাবাদ করি।

 

আরও খবর

Sponsered content