প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৮:৪০ প্রিন্ট সংস্করণ
পাহাড়ে সকল সম্প্রদায়ের সহাঅবস্তানের মাধ্যমে স্থিতিশীল নিরাপদ পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়নের (৬৯ পদাতিক ব্রিগেড) আয়োজনে খ্রীষ্টানধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে পাড়াবাসি,ক্যাথলিক চার্চ,গির্জায় আর্থিক সহায়তা উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা রিজিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেড এর জিএসও-২ মেজর শায়েকউজ্জাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন,ক্যাথলিক চার্চ,গির্জায় আর্থিক সহায়তা উপহার প্রদান করেন।
এসময় তিনি বলেন আপনাদের সহযোগী করার জন্যই আমরা নিয়োজিত,সকল সম্প্রদায়ের উৎসব গুলোতে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আপনাদের কাছে যাওয়া যায় এবং বিভিন্ন অসুবিধা সম্পর্কে অবগত হওয়া যায় যার মাধ্যমে এ সকল সমস্যা নিরসনে আমরা কাজ করতে পারি।
এসময় তিনি আরো বলেন উৎসব উদযাপনে যে কোন ধরনের অসুবিধা হলে আমাদের অবগত করবেন, সেনাবাহিনীর পক্ষ হতে তা সমাধানের সাধ্যমত চেষ্টা করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড এর জিএসও -৩ ক্যাপ্টেন ইসতিয়াক মোঃ এরফান সহ উর্ধতন সেনা অফিসার এবং জেলার বিভিন্ন উপজেলা, এলাকা,গীর্জা,চার্চ হতে আগত সুবিধাভোগী খ্রীষ্টানধর্মালম্বী জনসাধারণ।
প্রসঙ্গত খ্রীষ্টানধর্মালম্বীদের বড় দিন উপলক্ষে জেলার ৭ টি উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী খ্রীষ্টানধর্মালম্বীদের মাঝে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত আছে।

















