প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৩:৫৭:৪৯ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। খুলনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত এই কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো ইব্রাহিম খলিল (ইংরেজী বিভাগ, ১৫তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম (আধুনিক ভাষা ইনস্টিটিউট, ১৬তম ব্যাচ)।
১ বছরের মেয়াদে এই কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জি এম আল আমিন, মোঃ তৌহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং রুপাদলী রিনা। সহ-সাধারণ সম্পাদকের পদে রয়েছেন রাসেদুজ্জামান রাশেদ, হুমায়রা সাদিয়া, আসমাতুল্লাহ আল গালিব, রেদওয়ান করিম ওমি এবং মোঃ জাহিদুল ইসলাম।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন নাজমুস সাকিব (সাংগঠনিক সম্পাদক), অর্জন সরকার (উপ-সাংগঠনিক সম্পাদক), সামাউন সৈকত (দপ্তর সম্পাদক), মো.শিমুল মোড়ল (অর্থ সম্পাদক) এবং রুপা সুলতানা (আইন বিষয়ক সম্পাদক)। এছাড়াও, সুইটি দত্তকে উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ১৯তম ব্যাচের শেখ ইব্রাহিম হাসান শাওন, বি এম রাশেদ, হৃদয় দাস, সুমন সরকার, জি এম মাহফুজ, শুভজিৎ খন্দকারসহ আরও কয়েকজন।
নবনির্বচিত সভাপতি মো ইব্রাহিম খলিল বলেন , সকলের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবো। ১৮তম ও ১৯তম ব্যাচকে বরণ করে নেওয়া, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয়ে চেষ্টা করা, সকলকে নিয়ে শিক্ষাসফরের আয়োজন করা, এছাড়া ছাত্রকল্যাণের যেকোন শিক্ষার্থী ভাই-বোনদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করবো।তাদের সকলের মতামতকে প্রাধান্য দিয়ে, তাদের সাথে নিয়ে সকল কাজ করার চেষ্টা করবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন,আল্লাহর শুকরিয়া এবং খুলনা জেলা ছাত্র কল্যাণ সংসদের উপদেষ্টামন্ডলী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুলনা জেলার শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার ওপর এই গুরু দায়িত্ব অর্পণ করেছেন। ঢাকায় খুলনার নবীন শিক্ষার্থীদের আবাসন সংকটসহ নানান সমস্যার সমাধানে আমরা কাজ করব। খুলনার সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একত্রিত করে, সকলের পারস্পরিক সহযোগিতায় এই সংগঠনকে শিক্ষার্থীবান্ধব ও কল্যাণমুখী করে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ।