প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৯:৩১:০৪ প্রিন্ট সংস্করণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০জোড়া ডেস্ক বেঞ্চ বিতরণ করা হয়। পরে উপজেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিনসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা উপকরণ হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্কুল কলেজের শিক্ষকদের কাছে ডেস্কবেঞ্চ হস্তান্তর এবং পরে উপজেলা হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের কাছে বিভিন্ন স্বাস্থ্যসেবা উপকরণ হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান এবং উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, ইউডিএফ রেবেকা সুলতানাসহ সকল স্কুলের শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।