দেশজুড়ে

(জাককানইবি) তে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত 

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ৭:১০:৫০ প্রিন্ট সংস্করণ

(জাককানইবি) তে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত 

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দখলদার ইসরায়েলী হামলায় নিহত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন (হামাস) এর প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের  গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজের পর প্রায় অর্ধশত শিক্ষার্থী জানাজায় অংশ নেন ।জানাজার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যতে শিক্ষার্থীরা বলেন, ইসরাইলের ইহুদি এবং তাদের মদদপুষ্টরা মনে করছে ইয়াহিয়া সিনওয়ারকে বেহেশতে পাঠিয়ে তারা বিজয় অর্জন করছ। কিন্তু আমাদের গন্তব্য তো বেহেশতই ছিল। আমরা বিজয় অর্জন করেছি। একজন ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করে হামাসকে দমিয়ে রাখা যাবে না। একজন ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়েছে, কিন্তু লাখ লাখ ইয়াহিয়া সিনওয়ার তৈরি হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর ইসরাইলের হামলায় ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুবরণ করেন । ১৯৬২ সালে গাজার খান ইউনিস শরণার্থী ক্যাম্পে এই ফিলিস্তিনি নেতা জন্ম গ্রহণ করেন।২০১৭ সালে হামাসের গাজা শাখার প্রধান হন তিনি । এরপর এ বছরের জুলাইয়ে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হওয়ার পর থেকে তিনি হামাসের প্রধান নেতার দায়িত্ব পালন করে আসছিলেন ।

আরও খবর

Sponsered content