প্রতিনিধি ৩০ আগস্ট ২০২১ , ৬:৩৫:০১ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে নেমে আসে এক কলঙ্কিত অধ্যায়। সেই কালোরাতে ধানমণ্ডির ৩২নং সড়কে সংঘটিত হয় ইতিহাসের ঘৃণিত ও নৃশংসতম হত্যাকাণ্ড। ওই ঘটনার ওপর ইতিহাস ভিত্তিক গবেষণালব্ধ রচিত নাটক ” অভিশপ্ত আগস্ট “। বাংলাদেশ পুলিশ নাট্যদল প্রযোজিত এই নাটকটি গত রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে স্থানীয় শেখ ফজলুল হক স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, মুকসুদপুর পৌর মেয়র আলহাজ্ব এড. আতিকুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল আলম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) শীতল পাল, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডিআইও-১ মোঃ আমিনুল ইসলাম, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতিহাস আশ্রিত গবেষণালব্ধ এ নাটকটি উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন, গবেষণা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের সম্মনিত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।