প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৫:২৩:১৫ প্রিন্ট সংস্করণ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাগুর বাস ষ্টেশনে আলোচনা সভা শেষে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে এক র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মো. আবদুর রহমানের পরিচালনায় ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম।
বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মো. সুদন ডিলার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদ নারগিছ আক্তার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রুহুল, মো. জাকির হোসেন, মনিরুল হক সরকার, রবিউল আউয়াল সাইফুল, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন বিল্লু, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য মো. নাজমুল ইসলাম ও উপজেলা ছাত্রদল নেতা বিলাল হোসেন প্রমুখ।