রাজধানী

জাদুঘরের বিদ্যুৎ দিয়ে আর চলবে না শাহবাগের কর্মসূচি

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ১১:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ

যুদ্ধাপরাধের বিচার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ  © ফাইল ফটো

রাজধানীর শাহবাগ চত্বরে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে আর অবৈধ বিদ্যুৎ সংযোগ দেবে না জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে শাহবাগ চত্বরে ‘মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে জাগরণ’ শীর্ষক এক সমাবেশের আয়োজন করেছিল গৌরব ‘৭১ নামের একটি সংগঠন। এই কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ নিতে গেলে পাননি সংগঠনের সদস্যরা।

জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এভাবে কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া অবৈধ। নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার ওপর চাপ পড়।

দেশের বিভিন্ন ইস্যুতে শাহবাগ চত্বরে জাতীয় জাদুঘরের গেটের সামনে বিভিন্ন সময় নানান কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন ধরনের সংগঠন। এতদিন এসব কর্মসূচিতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হতো জাদুঘর থেকে। তবে এখন থেকে এটি আর হবে না।

আরও খবর

Sponsered content