প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ১১:২৭:৪০ প্রিন্ট সংস্করণ
বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের পার্লামেন্টের নিম্নকক্ষে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ইয়োশিহিদে সুগা, খবর আল জাজিরার। স্বাস্থ্যের অবনতি হওয়ায় সরে দাঁড়ানো শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
স্ট্রবেরি চাষীর ছেলে সুগা এই সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নির্বাচনে বিজয়ী হন। তাতেই প্রধানমন্ত্রী হওয়ার পথ সুনিশ্চিত হয়ে যায়। তবে পার্লামেন্টে দুই তৃতীয়াংশ ভোট পাওয়ার শর্ত ছিল।
ধারণা করা হচ্ছে, বুধবার শেষ ভাগে মন্ত্রিপরিষদের দল ঘোষণা করবেন সাবেক মুখ্যসচিব সুগা।