প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:০৪:১২ প্রিন্ট সংস্করণ
জামালপুরের ইসলামপুরের চরপুটিমারী ইউনিয়নের সাজলেরচর গ্রামে জালাল মাস্টারের ছেলে মনিরুজ্জামান মনিকে মামলা মিমাংসা না করার ঘটনা নিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে একই এলাকার মুকতার নামে এক মামলার বাদী। জানা যায়, সাজলেরচর গ্রামে মনিরুজ্জামান মনি এলাকার সমাজ সেবামূলক কাজ করে থাকেন। এলাকার কোন লোক বিপদে পড়লে এগিয়ে যান তিনি। গত কয়েক দিন আগে কান্দারচর গ্রামে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ইসলামপুর থানায় মোকাদ্দেস আলীর সাথে একই এলাকার মুকতার গংদের সংঘর্ষ বাঁধে। মোকাদ্দেস আলী গংদের হামলায় মুকতারের পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় দুই পক্ষে ইসলামপুর থানা ও জামালপুর কোর্টে পাল্টা-পাল্টী মামলা হয়। নিরীহ মামলা বাদী মুকতারের মামলায় পুলিশ আসামী ধরতে যায় এলাকায় শনিবার। বিবাদী মোকাদ্দেস এই খবর শুনে ক্ষিপ্ত হয়ে মোবাইলে মোকাদ্দেস ও তার ছেলে সোহেল শনিবার সকালে মনিরুজ্জামান মনিকে মামলা মিমাংসা না করে দিলে তোকে জানে মেরে ফেলা হবে বলে প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে মনিরুজ্জামান মনি প্রাণনাশের হুমকি’র ঘটনায় ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানিয়েছেন।