ময়মনসিংহ

জামালপুরে আ’লীগের ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৫:০১:১৪ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি:

যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার অর্ন্তগত ১৫নং সাংগঠনিক ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধায় জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন ১৫ নং সাংগঠনিক ওয়ার্ড আ’লীগ।

১৫নং সাংগঠনিক ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর মো. আশিক মাহমুদ আনন্দের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ জামালপুর পৌর শাখার সভাপতি আলহাজ মাসুম রেজা রহিম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগ জামালপুর পৌর শাখার সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, জেলা আ’লীগের সহ-সভাপতি পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আ’লীগের সমন্বয়কারী নারায়ন চন্দ্র পাল রানা প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে ১৫ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা নেতৃবৃন্দের সামনে তাদের প্রার্থীতা প্রকাশ করেন। দলীয় সুত্রে জানা যায়- জামালপুর পৌর আওয়ামী লীগের অর্ন্তগত সকল ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে একসাথে সবগুলো কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করা হবে।

আরও খবর

Sponsered content