প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৩:৩৪:১০ প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্ম হারানো অসহায়, দুস্থ দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। আজ সকালে জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা চত্বরে বেসরকারী সংস্থা নেক্সট ফেইস মাস্ক এর উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।
মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সভাপতি আবুল মুনসুরের সভাপতিত্বে ত্রাণ বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা নেক্সট ফেইস মাস্ক এর সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শেখ মো: মাহবুবুর রহমান মঞ্জু, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, , শিক্ষক লুৎফর রহমান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মহামারী করোনার এই সময়ে সরকারের পাশাপাশি কর্ম হারানো অসহায়, দুস্থ দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পরে শিশু খাদ্য সহ প্রায় চার শতাধিক পরিবারের মাঝে ৪ কেজি করে চাল,২কেজি আলু, ১ কেজি পিয়াজ ,ডাল, গুড়া দুধ,সুজি,বিস্কিট,নুডুস ও চিনি একত্রে প্যাকেট করে বিতরন করা হয়।