প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৫:৫৪:৩১ প্রিন্ট সংস্করণ
আবুল বাশার বিপ্লবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করায় ফরিদপুরের বোয়ালমারীতে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে পৌরসভার গুনবহা তালতলা বাজারে উপজেলা জিয়া প্রজন্ম দলের আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান (লন্ডন), ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার বিপ্লব, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বোরহানউদ্দিন সৈকত, উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সজীব আহমেদ প্রমুখ।
এসময় আবুল বাশার বিপ্লব বলেন, ছাত্র আন্দোলনের কাছে পরাজিত বরণ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। ছাত্র জনতা তার মসনদকে ভেঙে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। আমরা এখন জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃত্বে বাংলাদেশকে শান্তি এবং সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে যুব সমাজকে আলোর পথ দেখানো হবে। এ সময় তিনি আরো বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবো।