চট্টগ্রাম

জিয়া মঞ্চ বাঁশখালী উপজেলায় কর্মীসভা ও কমিটি ঘোষণা 

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৪:২৪ প্রিন্ট সংস্করণ

জিয়া মঞ্চ বাঁশখালী উপজেলায় কর্মীসভা ও কমিটি ঘোষণা 

চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় জিয়া মঞ্চ শাখায় ৫১ জনের সদস্য কমিটি ঘোষণা করেছেন। শুক্রবার ২৯ নভেম্বর ২৪ উপজেলায় কর্মীসভা ও কমিটি ঘোষণা দিয়ে অত্র জিয়া মঞ্চ শাখায় সংগঠিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এইদিকে উপজেলা কমিটির আহবায়ক  মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মী সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিন জেলার আহবায়ক মোহাম্মদ শাহ আলম। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা, খোরশেদ আলম ফারুকী। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিন জেলার 

সদস্য সচিব, এডভোকেট ইস্কান্দার আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিন জেলার যুগ্ম আহবায়ক ও বাঁশখালী উপজেলা কমিটির সমন্নয়ক এস এম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক, এডভোকেট আবদুল আউয়াল খান খোকন, এডভোকেট রফিকুল হক এবং মোঃ আব্দুর সবুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিন জেলা (বাঁশখালী ১৬) আসনের নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। এবং বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব  জনাব রাসেল চৌধুরী। 

এতে অতিথিরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁশখালী জিয়া আদর্শ কে বাস্তবায়ন করা ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

আরও খবর

Sponsered content