প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ৪:৪৯:৩৯ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
জ্বালানি তেলের দাম এখনই কমছে না বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা : অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে তিনি এমন ইঙ্গিত দেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এই সেমিনারের আয়োজন করে।
নসরুল হামিদ বলেন, ‘আমরা কিছুদিন আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছি। বিশ্ববাজার পরিস্থিতি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। বিশ্ববাজারে তেলের মূল্য কমলে অবশ্যই আমরা দেশে দাম কমাতে পারবো। এ জন্য আপনারা একটু ধৈর্য ধরুন।’
গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা প্রতি লিটার, কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রোল ১৩০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ছিল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রোল ৮৬ টাকা ছিল।