রাজশাহী

জয়পুরহাটের পাঁচবিবিতে সন্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২১ , ৬:২৫:০৩ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

সমাজে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জয়পুরহাটের পাঁচবিবির উচাই কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ রোস্তম আলী সোশ্যাল স্কয়ার্ড এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২১ পুরস্কার পেয়েছেন। ‘স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবছর সারাদেশ থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করা সাদা মনের অধিকারী এমন ব্যাক্তিদের সন্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করে আসছে। ‘মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী-নির্যাতন, সাংস্কৃতি আগ্রাসন, পরিবেশ দূষণ ও দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

উক্ত অনুষ্ঠানে পাঁচবিবির কৃষিবিদ রোস্তমকে এ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সাবেক বিচারপতি মো. ফারুক হোসেন এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রোস্তমকে এ পুরস্কার দেন। এসময় উপস্থিত ছিলেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সিকদার, কন্ঠশিল্পী সৈয়দ মোতালেব হোসেন ও সংগঠনের সভাপতি লায়ন এ্যাডভোকেট রবিউল হোসেন রবি সহ অনেকই।

 

আরও খবর

Sponsered content