রাজশাহী

জয়পুরহাটে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২১ , ৮:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জয়পুরহাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক আব্দুল আলীম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।

 

 

আরও খবর

Sponsered content