প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৭:১৩:০৭ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি ঃ দেশের এই সংকটময় মুহূর্তে ঝালকাঠির অভিযাত্রিক ব্লাড ব্যাংক শাখার সদস্য এবং সেচ্ছাসেবক বৃণ্দ বৃহস্পতিবার সকালে অসহায় ৫০ পরিবারকে চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন, অভিযাত্রিক ব্লাড ব্যাংক ঝালকাঠি শাখার পরিচালক মুহিত খান, সহ পরিচালক রাজু আহমেদ এবং তাদেরকে সহযোগিতা করেছেন অভিযাত্রিক ব্লাড ব্যাংক ঝালকাঠি শাখার সদস্যবৃন্দ।
দূর দূরান্তে ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের বাইকে করে ত্রাণ পৌঁছে দিয়েছেন অভিযাত্রিক ব্লাড ব্যাংক ঝালকাঠি শাখার সহ পরিচালক রাজু আহমেদ। সেই সাথে সমাজের বিত্তবান মানুষদেরও সামাজিক দায়বদ্ধতা এবং নিজ নিজ ধর্মীয় অনুভূতি থেকে একমাত্র স্রষ্টার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ।